মোঃ বারাকাত উল্লাহ ঃ চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে বৈদ্যুতিক খুটিঁর সাথে ধাক্কা লেগে সোহেল খান(২৩) ও মো.এমরান হোসেন(২২) নামে ২জনের মৃত্যু হয় ।
রোববার(১লা ডিসেম্বর) বিকেলে ওই সড়কের বাবুরহাট এলাকার সরকারি টেকনিক্যাল স্কুলের সামনে এই দূর্ঘটনা ঘটে ।
নিহত সোহেল ও এমরান হোসেনের বাড়ী ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের খাসের বাড়ীর আনোয়ার খানের ছেলে এবং এমরান মৃত লিটন খানের ছেলে । নিহত সোহেল পেশায় একজন অটো চালক ছিলেন । এমরান প্রবাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন ।
নিহতদের চাচা বাচ্চু খান বলেন, তারা দুজনে বিকেলে মোবাইল কিনতে বাড়ি থেকে হাজিগঞ্জ রওয়ানা দিলে টেকনিক্যাল স্কুলের সামনের সড়ক দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় একটি ভ্যান গাড়ীর সাথে ধাক্কা লাগে এবং বাইকটি নিয়ন্ত্র হারিয়ে কিছুটা দূরে ছিটকে গিয়ে দৈ্যুতিক পিলারের সাথে লেগে উল্টে পড়ে ।
ঘটনাস্থলে সোহেলের মৃত্যু হয় এবং চালক এমরান হোসেন কে আহত অবস্থায় স্থানীয় লোকজন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আনলে, ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজে রেফার করেন । সেখানে ভর্তি হওয়ার কিছুক্ষণ পরেই মোটরসাইকেল চালক এমরান ও নিহত হন ।
চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রাজিব চক্রবর্তী বলেন,দূর্ঘটনায় সোহেল নামে একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছে । ঘটনাস্থল থেকে বাইকটি উদ্ধার করা হয়েছে । এদিকে সোহেল কে রাত ১১ঘটিকায় এবং এমরান হোসেনকে সোমবার সকাল ৮ঘটিকায় জনাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।