নিরপেক্ষ ও সত্য প্রকাশে অঙ্গীকারাবদ্ধ

যুগান্তরের রজত জয়ন্তী উৎসবে ফরিদগঞ্জে কেক কাটা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

যুগান্তরের রজত জয়ন্তী উৎসবে ফরিদগঞ্জে কেক কাটা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

ফরিদগঞ্জ ব্যুরো:
দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী উপলক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে কেক কাটা ও মুকবুল স্মৃতি সংসদের সংসদের সহায়তায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে যুগান্তর’র ফরিদগঞ্জ প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রর্বর্তীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার তুলে দেন মুকবুল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফখরুল আহমেদ ফয়সাল।

এসময় তিনি বলেন, দৈনিক যুগান্তর তার জন্মলগ্ন থেকেই সামাজিক দায়বদ্ধতা থেকেই গণমানুষের কথা বলে আসছে। গণমাধ্যমে যদি আমজনতার হৃদয়ের কথা প্রতিফলিত হয়, তবে সরকার থেকে শুরু করে সামাজিক কর্মকাণ্ডে অংশ নেয়া কেউই আমজনতার দাবির দায় এড়াতে পারে না। বিগত জুলাই বিপ্লবেও যুগান্তর তার সেই দায় থেকেই গণমানুষের পাশে ছিলো। যুগান্তরসহ প্রকৃত গণমাধ্যমগুলো আমাদের সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে উৎসাহ যোগায়। আজকে এই রজত জয়ন্তী উৎসবে কেক কাটার বাইরে সমাজের অবহেলিত জনগোষ্ঠী প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ার প্রদানের মাধ্যমে বড় একটি উদাহরণ সৃষ্টি হলো। এটিই নতুন পানিতে সফরের বড় একটি দৃষ্টান্ত। আশা করছি আমরা সকলে মিলে সমাজের অবহেলিত মানুষের পাশে থাকবো।

বিশেষ অতিথির বক্তব্যে প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান বলেন, দৈনিক যুগান্তর সর্বদা সত্যের পক্ষে ছিল। যুগান্তরসহ কয়েকটি জাতীয় দৈনিকের সাহসি লেখনির কারণেই জুলাই বিপ্লবে সাধারণ মানুষ সাহস পেয়েছিল।

সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ বলেন, যুগান্তর তাদের নুতন সম্পাদক বিশিষ্ট সাহিত্যিক আব্দুল হাই শিকদার এর হাত ধরে যুগান্তর আরো অনক দুর এগিয়ে যাবে।

এসময় আরো উপস্থিত ছিলেন সহসভাপতি এম কে মানিক পাঠান, এ কে এম সালাহউদ্দিন, মশিউর রহমান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল, নাছির পাঠান, নারায়ন রবিদাস, আনিছুর রহমান সুজন, এস এম ইকবাল, সাকিল হাসান, গাজী মমিন, মামুন হোসাইন, রুহুল আমিন স্বপন, শিমুল হাসান প্রমুখ।

আলোচনা শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে হুইলচেয়ার তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে কেক কেটে অতিথিবৃন্দ রজত জয়ন্তী পালন করেন।

Click to rate this post!
[Total: 0 Average: 0]

এ সম্পর্কিত আরো পড়ুন

নিয়ে আরো পড়ুন