চাঁদপুর জেলার ফরিদগঞ্জে নানা আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয় । সাম্য ও সমবায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার(১লা নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে জাতীয় সমবায় দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া।
পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ হইতে একটি র্যালী বের হয় । উপজেলা পরিষদের চত্তর প্রদক্ষিণ করে র্যালীটি শেষ হয়।
উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সহকারী পরিদর্শক নুরে আলম এর সঞ্চালনায় উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম পিপিএম। আলোচনা সভায় বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা ও সমবায়ীরা অংশ গ্রহন করেন ।