নিরপেক্ষ ও সত্য প্রকাশে অঙ্গীকারাবদ্ধ

ফরিদগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

ফরিদগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নে হাত-পা বেধে রেখে দুটি বসত ঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাড়ে ৪ ভরি স্বর্ণ ও ১ লক্ষ ৯৫ হাজার টাকা হাতিয়ে নেয় ডাকাত দল। রবিবার (২৩ নভেম্বর) দিনগত রাত প্রায় ৩ টার সময় উপজেলার ভোটাল গ্রামে এঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, গুপ্টি পূর্ব ইউনিয়নের ১নং ওয়ার্ডে ভোটাল গ্রামের খালপাড় বাড়ি (মিজি বাড়ি) রহিম বাদসা মিজির দুই ছেলের ঘরে রাতে ডাকাতি হয়। সোমবার সকালে খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি, ডাকাত দল ধারালো অস্ত্র দিয়ে  রহমত মিজি (৩০) ও তার ছোট বোন রিমু আক্তার (২৩) কে জখম করে। রহমত মিজিকে গুরুতর আহত অবস্থায় ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
ডাকাতদের হামলার শিকার রহমত মিজির মা মুমুর্ষ ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, রাত তিনটায় ৬/৭ জন ডাকাত মুখে মুখোশপড়া ঘরে ডুকে আমাদের সবাইকে বেধেঁ রাখে ও ঘরে থাকা আমার মেয়ে, ছেলে ও ছেলের বউর উপর মারধর করে। আমার ছেলের মাথায় আঘাত করে, মেয়ের হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আমার কাছে ১ লক্ষ টাকা, ছেলের কাছে ৮০ হাজার টাকা ও ছেলের বউের কাছে ৪ ভরি স্বর্ণ ও ১৫ হাজার টাকা নিয়ে যায়।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মোহাহাম্মদ শাহ্ আলম জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তি আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Click to rate this post!
[Total: 0 Average: 0]

এ সম্পর্কিত আরো পড়ুন

নিয়ে আরো পড়ুন