নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে মহিলা সামাবেশ ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্জ এমএ হান্নানের উপহার বিতরণ অনুষ্টিত হয়েছে।
২৫ নভেম্বর (মঙ্গলবার) বিকালে ইউনিয়নের সিংহেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের আবু পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু জাফর মো. খশরু মোল্লা, মো. মাসুদ আল পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ফরহাদ পাটওয়ারী ও মহিলা নেত্রীসহ অন্যান্যরা।
এসময় তারা বলেন, আলহাজ্জ এমএ হান্নান সাহেব গত ২৫ বছর দরে উপজেলার সাধারণ মানুষের জন্য স্বেচ্ছায় কাজ করে যাচ্ছেন, উপজেলার প্রত্যেকটা জায়গাতে তিনি দান অনুদান করে আসছেন, উনি নিজ উদ্যোগে উপজেলায় যা করেছেন, তা কোন এমপি মন্ত্রীও করে নাই। গত ১৭ বছর আওয়ামীলীগ সরকারের নির্যাতন ভোগ করে দলীয় কার্যক্রম চালিয়ে গেছেন, তার পরেও তিনি অন্যাঢের কাছে মাথা নত করেন নাই। আমরা কেন্দ্রীয় নের্তৃবৃন্দদের কাছে আহ্বান জানাই, ত্রয়োদশ নির্বাচনে আলহাজ্জ এমএ হান্নানকে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে ধানের শীষ প্রতীক মনোনীতি করে ফরিদগঞ্জের জনগণের মনের আশা পুরন করার দাবি জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আপু ভূঁইয়া, যুবদলের সহ-সভাপতি কাউসার আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক পাটওয়ারী, ছাত্রদলের সভাপতি জাহিদুর রহমান পাখি, সম্পাদক রাশেদ খানসহ ইউনিয় মহিলা দলের নের্তৃবৃন্দগণসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগি সংগঠনের নের্তৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।






