নিরপেক্ষ ও সত্য প্রকাশে অঙ্গীকারাবদ্ধ

চাঁদপুরে নানা আয়োজনে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চাঁদপুরে নানা আয়োজনে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চাঁদপুরে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটছেন অতিথিবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক:
আমাদের দেশ আমরাই চালাবো, কোন দেশের দোসর হয়ে দালালি করবোনা। এতো বছর যেমন ফেসিবাদি সরকার ভারতের দালাল হয়ে এ দেশ চালিয়েছেন। কোটা আন্দোলন আমাদের মুল উদ্দেশ্য ছিলনা, আমাদের মুল উদ্দেশ্য ছিল এদেশ থেকে ফেসিবাদী সরকারকে নির্মূল করা, আমরা তা সফল হয়েছি। প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের উচ্চতর সদস্য আরিফ তালুকদার।

তিনি বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে অর্জিত ছাত্র-জনতার এই মহানবিপ্লবকে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তুলবো। স্বৈরাচারী হাসিনা সরকারের সকল সন্ত্রসী, কুচক্রী, সহযোগীদের বিচার করতে হবে। আমরা তরুন সমাজের অহংকার ভিপি নূরের নির্দেশে রাজপথে ছিলাম এবং গনতন্ত্র, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গনমানুষের অর্ধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যাবো। খুব অল্প সময়ের মধ্যে গণ অধিকার পরিষদ দেশের সাধারণ মানুষের মাঝে সাড়া ফেলেছে।

জনতার অধিকার আমাদের অঙ্গীকার। গণতন্ত্র ন্যায়বিচার আমাদের জাতীয় সার্থ। রুখবো মোরা অনাচার এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা শাখার আয়োজনে শনিবার বিকেল ৩ টার সময় স্থানীয় বাসস্ট্যান্ডে ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদ (জিওপি), আহ্বায়ক কাজী রাসেলের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড সলিম উল্লাহ সেলিম, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, চাঁদপুর শহর জামাতের আমীর অ্যাড শাহজাহান খান, ইসলামি আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার প্রচার সম্পাদক এইচএম নিজাম উদ্দিন।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জেলা গণবাধিকার পরিষদের যুগ্ন আহবায়ক সাংবাদিক মোঃ জাকির হোসেন।

এসময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুর্তোজা মাহমুদ, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের পাঠাগার বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নেয়ামত উল্লাহ, কাদের খান, যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান, চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচ এম শরীফ হোসেন, চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নূর নবী প্রমুখ।

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয় এবং তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

Click to rate this post!
[Total: 0 Average: 0]

এ সম্পর্কিত আরো পড়ুন

নিয়ে আরো পড়ুন