নিরপেক্ষ ও সত্য প্রকাশে অঙ্গীকারাবদ্ধ

চান্দ্রা ইমাম আলী উবি ও কলেজ’র প্রাক্তন ছাত্র সমিতির পিকনিক ও মিলন মেলার রেজিষ্ট্রেশন শুরু

চান্দ্রা ইমাম আলী উবি ও কলেজ’র প্রাক্তন ছাত্র সমিতির পিকনিক ও মিলন মেলার রেজিষ্ট্রেশন শুরু

নিজস্ব প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ’র প্রাক্তন ছাত্র সমিতির বার্ষিক পিকনিক ও মিলন মেলা ঢাকার অদূরে রুপগঞ্জে’র গ্রামের বাড়ি পার্ক এন্ড কমিউনিটি সেন্টারে ২৪ই জানুয়ারি ২০২৫ ইং রোজ শুক্রবার অনুষ্ঠিত হবে । অতীতের ন্যায় এবার ও প্রাক্তন ও বর্তমান অধ্যয়নরত ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের সদস্যবৃন্দ রেজিষ্ট্রেশন সম্পন্ন করে অংশগ্রহন করতে পারবেন ।

মিলন মেলা ও পিকনিকে অংশ নিতে জনপ্রতি ১ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে । আগামী ১৭ই জানুয়ারী ২০২৫ইং পর্যন্ত রেজিষ্ট্রেশনের কার্যক্রম চলমান থাকবে । পিকনিক ও মিলন মেলাকে স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে । ফরিদগঞ্জ ও চাঁদপুরে বসবাসরত রেজিষ্ট্রেশনকারীদের জন্য আয়োজক কমিটি যাতায়াতে সুবিধার্থে ফ্রি বাসের ব্যবস্থা করবেন ।

অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আবু ছায়েদ বকাউলকে আহবায়ক এবং মো. দিদারুল ইসলাম খাঁনকে সদস্য সচিব মনোনীত করা হয় । অনুষ্ঠানকে সফল ও স্বার্থক করতে প্রাক্তন ছাত্র-ছাত্রী ও সংশ্লিদের কাছে সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন ।

 

Click to rate this post!
[Total: 0 Average: 0]

এ সম্পর্কিত আরো পড়ুন

নিয়ে আরো পড়ুন