ফরিদগঞ্জ প্রতিনিধি: ফরিদগঞ্জের বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনের গাঁও গ্রামের চৌধুরী বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ । ঔই বৃদ্ধা মহিলার নাম সুফিয়া বেগম(৭৩) । তিনি অত্র ইউনিয়নের সেকদী গ্রামের ইসহাক মুন্সীর মেয়ে ।
সোমবার(২৩ ডিসেম্বর) সকাল ১০টায় স্থানীয় লোকজন পুকরে সুফিয়া বেগমের লাশ ভাসতে দেখে। এ ঘটনা এলাকায় চারদিকে ছড়িয়ে পড়লে সুফিয়া বেগমের আত্মীয়-স্বজন ও বাড়ির লোকজন এসে গায়ের পোষাক দেখে নিখোঁজ সুফিয়া বেগমকে সনাক্ত করেন।
সিরাজুল ইসলাম নামে একজন জানান, সুফিয়া বেগম আমার সম্পর্কে ফুফু হয় । তিনি ভারসাম্যহীন ছিলেন । গত ১৫ই ডিসেম্বর মাগরিবের পর থেকে সুফিয়া বেগম বাড়ি থেকে চলে যায় । অনেক খোঁজাখোঁজির পর ও না পেয়ে এলাকায় মাইকিং করা হয় এবং সংবাদ মাধ্যমে নিখোঁজের বিষয়টি প্রচার করা হয় ।
ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহআলম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেন এবং ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে ।