নিরপেক্ষ ও সত্য প্রকাশে অঙ্গীকারাবদ্ধ

হবিগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণে চাঁদপুরের একই পরিবারের ৩জন নিহত

হবিগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণে চাঁদপুরের একই পরিবারের ৩জন নিহত

নিহত ইব্রাহীম খান বতু।

নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের বাহুবলে আকিজ ভেঞ্চার লিমিটেড এর অভ্যন্তরে গ্যাস ট্রান্সফরমেশন লাইনে কাজ করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে চাঁদপুরের একই পরিবারের ৩ জন সহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরো তিনজন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ৯ টায় এ দুর্ঘটনা ঘটে। পরিচয় নিশ্চিত হওয়া চাঁদপুরের ৩ জন শ্রমিক হচ্ছেন চাঁদপুর সদর উপজেলা ৫নং রামপুর ইউনিয়নের আলগী গ্রামের ইব্রাহীম খান বতু এবং ভাগিনা মৈশাদী ইউনিয়নের মিজান গাজী ও ইব্রাহীম খান বতুর বড় ভাইয়ের শ্যালক ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা এলাকার মাহফুজ। নিহতের পরিবার ও বাহুবল থানার ওসি মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইব্রাহীম খান বতু মেয়ের জামাতা মো. রাব্বি পাঠান বলেন, কাজ করতে গিয়ে একই পরিবারের আমরা তিন জনকে হারালাম। পরিবারের আয় উপার্জনের অবলম্বনকারী ছিলেন তারা।

স্থানীয়রা জানান, বাহুবল উপজেলার ডুবা এলাকায় আকিজ গ্রুপ একটি কারখানা নির্মাণ করছেন। সকাল ৯টার দিকে গ্যাস সাব-স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে প্রকৌশলীসহ চাঁদপুর একই পরিবারের ৩ জন নিহত হন।

ওসি জাহিদুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেলে পাঠানো হয়। ওসমানী মেডিকেলে নেয়ার পথে আরো দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।

Click to rate this post!
[Total: 0 Average: 0]

এ সম্পর্কিত আরো পড়ুন

নিয়ে আরো পড়ুন