নিরপেক্ষ ও সত্য প্রকাশে অঙ্গীকারাবদ্ধ

আইডিয়াল  সমাজসেবা ফাউন্ডেশন’র ফ্রি মেডিকেল ক্যাম্প

আইডিয়াল  সমাজসেবা ফাউন্ডেশন’র ফ্রি মেডিকেল ক্যাম্প

  • নিজস্ব প্রতিনিধি :
  • ফরিদগঞ্জ উপজেলা  খাজুরিয়া বাজারে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ করছে সামাজিক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন।
  • শনিবার (১১ জানুয়ারি ) সকালে খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে  ক্যাম্পের উদ্বোধন করেন ফরদিগঞ্জ প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ।
  • ক্যাম্প পূর্ববর্তী  আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফ। প্রধান অতিথির বক্তব্য রাখনে, ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ লেখক ফোরাম’র প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম ফরহাদ। বিশেষ অতথি হিসেবে বক্তব্য রাখনে, ব্রাক ব্যাংক খাজুরয়িা বাজার এজেন্ট  শাখার ম্যানজোর মো. খোকন গাজী, ৬নং গুপ্টি পশ্চিম  ইউনিয়ন পরিবার ও পরিকল্পনা পরিদর্শক মেহেদী হাছান গাজী, ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আইডিয়াল সমাজসবো ফাউন্ডশেন এর সদস্যরা। অনুভূতি প্রকাশ করেন ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার ফয়সাল রানা ও শাহজালাল মেডিকেল সেন্টার কুমিল্লার ডাক্তার জান্নাতুল ফরেদৌস।

    মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন একজন গাইনি ও একজন মেডিসিন ডাক্তার। দুইদিনব্যাপী ৫ শতাধকি রোগীকে চিকিৎসা সেবা প্রদান করে সংগঠনটি, পাশাপাশি বিনামূল্যে অসুস্থ রোগীকে ওষুধ প্রদান করেন।

     

     

Click to rate this post!
[Total: 0 Average: 0]

এ সম্পর্কিত আরো পড়ুন

নিয়ে আরো পড়ুন