নিরপেক্ষ ও সত্য প্রকাশে অঙ্গীকারাবদ্ধ

সংস্কারের অভাবে বন্ধ হয়ে যেতে পারে চাঁদপুর-চান্দ্রা নৌপথ

সংস্কারের অভাবে বন্ধ হয়ে যেতে পারে চাঁদপুর-চান্দ্রা নৌপথ

সড়ক আর নৌপথ ফরিদগঞ্জের এক সময় যাতায়াত ও পণ্য বহনের জনপ্রিয় মাধ্যম হলেও সময়ের পরিক্রমায় নৌ পথ অনেকটাই বিলুপ্ত । দুই যুগ আগেও নৌ পথ ছিলো ব্যবসায়ীদের পণ্য আনা নেওয়ার জনপ্রিয় ও গুরুত্বপূর্ন্য মাধ্যম । চাঁদপুরের মেঘনা থেকে উৎপত্তি হওয়া ডাকাতিয়ার, ফরিদগঞ্জের ১৮ কিলোমিটার জুড়ে ছিলো নৌ পথ । আর এই ডাকাতিয়া নানা কারনে মানুষের জীবন যাত্রার সাথে জড়িত ছিলো । শতশত জেলেরা যেমন এই ডাকাতিয়ায় মাছ ধরে তাদের সাথে জীবনের সোনালি সময় পার করেছে তেমনি এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের সহজ মাধ্যম ছিলো এই নৌ পথ ।

এই পথে ছোট বড় নৌকা থেকে শুরু করে যাত্রীবাহী লঞ্চ চলাচল করত নিয়মিত । পণ্য যাতায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নৌ পথটিই ছিলো মানুষের ভরসা । সকল প্রকার বাণিজ্য হত এই পথে বললে ভুল হবে না । সিআইপি বেড়িবাঁধ হওয়ার সাথে সাথে মানুষ ডাকাতিয়ার দুপাশ দখল করে সংকুচিত করে তেমনি পরিকল্পনাহীন ব্রীজ নির্মান করার কারনে চাঁদপুর-ফরিদগঞ্জ নৌ পথ বন্ধ হয়ে যায় । চান্দ্রা-সেকদি এবং সেকদি-লোহাগড় দুই ব্রীজই নৌ যান চলাচলের পথ বন্ধ করে দেয় । ব্রীজ গুলো সমতল হওয়ায় কোন ভাবে এর নিচ দিয়ে নৌযান চলাচল করা সম্ভব নয় । এর পর হতেই চাঁদপুর-ফরিদগঞ্জের নৌ পথ শতশত বছরের জৌলুস হারিয়ে আজ সাধারন একটি খালে পরিনিত হয়েছে ।

নদীর বিভিন্ন স্থানে কচুরিপানা আর ঘাস এমন ছেয়ে গেছে কেউ দেখলে সহজেই উপলব্ধ করতে পারবে না এটি একটি নদী । দূর থেকে দেখলে মনে করবে সবুজের সমারোহ একখন্ড সবজি ক্ষেত । নৌ পথের শেষ স্বাক্ষী যেনো আজ ও ঠিকে আছে চাঁদপুর-চান্দ্রা নৌ পথ । চাঁদপুরের পুরান বাজার হতে সপ্তাহে দুইদিন ঐতিহ্যবাহী চান্দ্রা বাজরের সকল পণ্য আনা হয় এই নৌ পথ দিয়ে । সপ্তাহের দু’দিন মঙ্গল ও শুক্রবার চান্দ্রা বাজারের নিয়মিত পণ্য আসে এই পথ দিয়ে । চান্দ্রা বাজারের সকল দোকানের মালামাল পরিবহনের নির্ভরযোগ্য মাধ্যম হয়ে আজও ঠিকে আছে এই নৌপথ ।

নাছির মাঝি জানান, চান্দ্রা বাজারের সকল দোকানের মুদি ও হার্ডওয়ারসহ মালামাল আসে এই নৌ পথ দিয়ে । কিন্তু কচুরীপানার কারনে যাতায়াত করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় । যাতায়াতে অসুবিধার কারনে অনেকেই তাদের ট্রলার বিক্রি করে এই ব্যবসা থেকে সরে গেছে । এই নৌ পথটি ঠিকিয়ে রাখতে নিয়মিত সংস্কার জরুরি ভাবে করা দরকার । চান্দ্রা বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী হাসেম কাজাী জানান, এই নৌ পথ দিয়ে পণ্য যাতায়াত সহজলভ্য ও সাশ্রয়ী হওয়ায় আমাদের ব্যবসার পণ্য আসে এই পথ দিয়ে । এই নৌ পথ ঠিকিয়ে রাখতে সকল সমস্যা দূর করতে সরকারকে উদ্যোগ নিতে হবে । বালিথুবা পশ্চম ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন মিয়াজি বলেন,নানা দিক বিবেচনায় এই নৌ পথটি গূরুত্বপূর্ণ্য ভুমিকা রাখছে । এই সড়কের কারনে ব্যবসায়ীরা আর্থিক ভাবে লাভবান হচ্ছে । কিন্তু এই সড়কটি নানাবিধ সমস্যা নিয়ে আজ ও ঠিকে আছে । নিয়মিত সংস্কার ও কচুরি পানা মুক্ত রাখতে পারলে এই পথে আবার ও নৌযান চলাচল বৃদ্ধি পাবে এবং এই অঞ্চলের মানুষ আর্থিক ভাবে লাভবান হবে ।

Click to rate this post!
[Total: 0 Average: 0]

এ সম্পর্কিত আরো পড়ুন

নিয়ে আরো পড়ুন